ফেলানীর পরিবারের পাশে দাঁড়ালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি - কুড়িগ্রাম
প্রকাশিত: বুধবার ৮ই জানুয়ারী ২০২৫ ০৩:৫৮ অপরাহ্ন
ফেলানীর পরিবারের পাশে দাঁড়ালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে ২০১১ সালে ভারতীয় রক্ষী বাহিনীর গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের পরিবারের দায়িত্ব নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।  


ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে, ফেলানীর ভাই-বোনের পড়াশোনা ও কর্মসংস্থানের ব্যবস্থা করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পোস্টের সঙ্গে থাকা ছবিতে তাকে ফেলানীর মা-বাবা ও ভাইয়ের সঙ্গে দেখা গেছে।  


গতকাল ফেলানীর মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সীমান্ত হত্যার প্রতিবাদে সমাবেশ করেন। সেখানে ফেলানীর বাবা নূর ইসলাম এই হত্যার বিচারের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।  


ফেলানীর মা জাহানারা বেগম বলেন, তার মেয়ে তিন ঘণ্টা জীবিত থাকার পরও কেউ সাড়া দেয়নি। তিনি বলেন, আগের সরকার যদি বিচার করত, তাহলে আর কোনো মেয়ে সীমান্তে এমন পরিণতির শিকার হতো না। তিনি নতুন সরকারের প্রতি তার মেয়ের হত্যার সঠিক বিচার নিশ্চিত করার অনুরোধ জানান।  


প্রসঙ্গত, ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারে ঝুলে ছিল ১৪ বছরের কিশোরী ফেলানীর লাশ। সেই ছবি দেশ-বিদেশে আলোড়ন তোলে এবং সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকারের বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।