গোয়ালন্দে বিএনপির দুই গ্রুপের সভা স্থগিত, উত্তেজনা প্রশমিত

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ৪ঠা জানুয়ারী ২০২৫ ১২:০৮ অপরাহ্ন
গোয়ালন্দে বিএনপির দুই গ্রুপের সভা স্থগিত, উত্তেজনা প্রশমিত

আগামীকাল ৫ জানুয়ারি রাজবাড়ীতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শনের কারণে গোয়ালন্দ উপজেলায় বিএনপির দুই গ্রুপের পূর্ব নির্ধারিত জনসভা স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তে স্থানীয় পর্যায়ে বিরাজমান উত্তেজনা ও উদ্বেগ আপাতত প্রশমিত হয়েছে।  


বিএনপির দুই গ্রুপ—একটি এ্যাডভোকেট মো. আসলাম মিয়া সমর্থিত এবং অপরটি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সমর্থিত—পাল্টাপাল্টি জনসভা ডেকেছিল। শুক্রবার রাতে পৃথক সভা ও সংবাদ সম্মেলনের মাধ্যমে উভয় গ্রুপ তাদের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত জানায়।  


পৌর বিএনপির সভাপতি মো. আবুল কাশেম মন্ডলের সভাপতিত্বে পৌর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, যুগ্ম আহ্বায়ক মো. আসলাম মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ এবং সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ বক্তব্য দেন।  


অন্যদিকে খৈয়ম গ্রুপ রেলস্টেশন এলাকায় তাদের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে। সেখানে বক্তব্য দেন সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, শহিদুল ইসলাম বাবলু এবং ইঞ্জিনিয়ার শাহিন মিয়া।  


গত কয়েকদিন ধরে এই জনসভা সফল করতে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একে অপরকে প্রতিহত করতে নানা প্রচারণা চালানো হয়। জনসভার স্থান হিসেবে শহীদ বীর মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব ময়দান নির্ধারিত ছিল।  


বিএনপির দলীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী-১ আসনে বিএনপির রাজনীতি দুই ভাগে বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন এ্যাডভোকেট আসলাম মিয়া, যিনি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। অপরপক্ষের নেতৃত্বে রয়েছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।  


উভয় পক্ষই আগামী জাতীয় নির্বাচনে রাজবাড়ী-১ আসনে দলীয় মনোনয়ন লাভের প্রত্যাশী। আসলাম মিয়ার সঙ্গে বর্তমান জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতাকর্মীরা রয়েছেন, অন্যদিকে খৈয়মের সঙ্গে রয়েছেন সাবেক কমিটির বেশিরভাগ নেতাকর্মী।  


এই বিভক্তির মধ্যেও উভয় গ্রুপ তাদের কর্মসূচি স্থগিত করে দলীয় ঐক্য রক্ষায় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। জনসাধারণ এবং দলের নেতাকর্মীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, যা ভবিষ্যতে দলীয় ঐক্যের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে।