আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বর্ণাঢ্য আয়োজন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ছয়টায় উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, স্কুল-কলেজ ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সকাল নয়টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। তার সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা উন্নয়ন কর্মকর্তা ও পরিসংখ্যান কর্মকর্তা। মেলা ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভাঙ্গা সরকারি কে.এম. কলেজের প্রভাষক মিজানুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শেখ জমির আলী, গোলাম মোস্তফা ও টুকু মোল্যা বক্তব্য দেন। তারা মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সেলিম, গণঅধিকার পরিষদের সভাপতি আনিসুর রহমান বক্তব্য দেন। এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, জামায়াত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।