হিলি সীমান্তে বিজিবি-বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: সোমবার ১৬ই ডিসেম্বর ২০২৪ ০৩:২২ অপরাহ্ন
হিলি সীমান্তে বিজিবি-বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময়

মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্য রেখায় বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় হিলি আইসিপি ক্যাম্পে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  


জয়পুরহাট-২০ বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের সুবেদার শাহাদাত হোসেন ভারতীয় ৭৯ বিএসএফ ব্যাটালিয়নের এসআই এসএন চৌবির হাতে ৪ প্যাকেট মিষ্টি তুলে দেন। এই প্রথাগত শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন সুবেদার শাহাদাত হোসেন। তিনি জানান, সীমান্তে শান্তি ও সহযোগিতা বজায় রাখতে বিজিবি এবং বিএসএফ বিভিন্ন উৎসব ও দিবসগুলোতে এই ধরনের আয়োজন করে থাকে, যা পারস্পরিক সম্পর্কের উন্নতি সাধন করে।  


এ সময় বিজিবি ও বিএসএফ এর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। মিষ্টি বিনিময়ের পর, উভয় বাহিনীর সদস্যরা একে অপরের প্রতি শুভকামনা জানান এবং সীমান্তে তাদের সুষ্ঠু ও নিরাপদ দায়িত্ব পালন অব্যাহত রাখার অঙ্গীকার করেন।  


বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে এই ধরনের শুভেচ্ছা বিনিময় উভয় দেশের সীমান্তে শান্তি ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিজয় দিবসে এমন আয়োজন দুই দেশের সীমান্তের সম্পর্ককে আরও সুদৃঢ় করার একটি উদাহরণ হিসেবে বিবেচিত হয়।