বাল্যবিয়ে নির্মূলে করণীয় শীর্ষক সাংবাদিক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: শনিবার ১৬ই নভেম্বর ২০২৪ ০৬:০৩ অপরাহ্ন
বাল্যবিয়ে নির্মূলে করণীয় শীর্ষক সাংবাদিক কর্মশালা

বাল্যবিয়ে প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা নিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির আয়োজনে এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।  


কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিব্বির আহম্মেদ। তিনি বলেন, "বাল্যবিয়ের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে হলে, মিডিয়া ও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই এই সামাজিক সমস্যার সমাধান আনতে পারে।"  


প্রধান আলোচক হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন যমুনা টিভি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার রংপুর ব‍্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান। তিনি বলেন, "বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব নিয়ে সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং এই কাজের জন্য সাংবাদিকরা একটি শক্তিশালী হাতিয়ার হতে পারেন।"  


কর্মশালায় 'চাইল্ড নট ব্রাইড' প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. মাহমুদুল হাসান এবং টেকনিক্যাল অফিসার মো. ইলিয়াস আলী উপস্থিত ছিলেন। কর্মশালায় ভূরুঙ্গামারী, নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলার প্রায় ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।  


এই কর্মশালার মাধ্যমে বাল্যবিয়ের বিরুদ্ধে স্থানীয় সাংবাদিকদের সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিভিন্ন প্রস্তাবনা উঠে আসে।