দেয়ে আসছে নতুন প্রাকৃতিক দুর্যোগ, সুপার টাইফুন উসাগি ও ম্যান-ই

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ১৫ই নভেম্বর ২০২৪ ১১:৩৫ পূর্বাহ্ন
দেয়ে আসছে নতুন প্রাকৃতিক দুর্যোগ, সুপার টাইফুন উসাগি ও ম্যান-ই

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন সম্প্রতি একের পর এক প্রাকৃতিক দুর্যোগের শিকার। মাত্র এক মাসে পাঁচটি শক্তিশালী ঝড় আঘাত হেনেছে, যার ফলে ব্যাপক প্রাণহানি এবং অবকাঠামোগত ক্ষতি হয়েছে। পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে উঠেছে, কারণ দেশটি এখন দুটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কবলে পড়তে যাচ্ছে। সুপার টাইফুন উসাগি এবং ক্রান্তীয় ঝড় ম্যান-ই ইতোমধ্যে ফিলিপাইনের দিকে এগিয়ে আসছে।


বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ফিলিপাইনে আছড়ে পড়তে চলেছে পঞ্চম ঘূর্ণিঝড়, যার নাম রাখা হয়েছে উসাগি। এই টাইফুনটি উত্তর-পূর্বাঞ্চলীয় শহরগুলোতে তাণ্ডব চালাতে পারে, এবং এতে প্রদেশটির কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। কর্তৃপক্ষ ইতোমধ্যে কাগায়ন প্রদেশের ২৪ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। তাদের মধ্যে পূর্বের ঝড়ের সময় শহর ছেড়ে আসা লোকজনও রয়েছেন। উদ্ধারকাজ ও নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।


ফিলিপাইনের দুর্যোগ ত্রাণ অফিসের প্রধান রুয়েলি রেপসিং জানিয়েছেন, উসাগির কারণে কাগায়ান নদীর পানির স্তর আবার বাড়তে পারে। ইতোমধ্যে মধ্য এবং দক্ষিণ ফিলিপাইনে ভারি বৃষ্টি শুরু হয়েছে এবং ঝোড়ো বাতাস ১০০ কিলোমিটার গতিতে বইছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে, তাই জরুরি সেবা চালাতে জেনারেটর প্রস্তুত রাখা হয়েছে।


এছাড়া, ফিলিপাইনে নতুন করে একটি ঝড়ের আশঙ্কা প্রকাশ করা হয়েছে, যার নাম ম্যান-ই। শনিবারের মধ্যে এটি মধ্য ফিলিপাইনে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে, কেন্দ্রীয় প্রদেশগুলোতে অ-প্রয়োজনীয় ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।


ফিলিপাইনে প্রতি বছর গড়পড়তায় ২০টি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আঘাত হানে, যার ফলে ব্যাপক বৃষ্টি, শক্তিশালী ঘূর্ণিঝড় এবং ভূমিধসের ঘটনা ঘটে। অক্টোবরে, লুজন দ্বীপে ঘূর্ণিঝড় ট্রামি এবং কং-র কারণে অন্তত ১৫৯ জন প্রাণ হারিয়েছেন। আরও ২২ জন নিখোঁজ রয়েছেন। 


এমন পরিস্থিতিতে ফিলিপাইনের জনগণ ও কর্তৃপক্ষের জন্য সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে। ঝড়ের পূর্বাভাসের কারণে দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে, এবং জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।