হাকিমপুরে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ: ১৬ বছরের অমানবিক শাসনের বর্ণনা

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বুধবার ৪ঠা সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৬ অপরাহ্ন
হাকিমপুরে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ: ১৬ বছরের অমানবিক শাসনের বর্ণনা

দিনাজপুরের হাকিমপুর হিলিতে জামায়াতে ইসলামীর আয়োজনে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে হাকিমপুর হিলি পৌর শহরের ছাতনী চৌমুহনী বাজারে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।


সমাবেশের সভাপতিত্ব করেন হাকিমপুর হিলি পৌর জামায়াতে ইসলামীর আমির সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর দক্ষিণ সাংগঠনিক ওলামা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।


বক্তারা আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনকালকে "অমানবিক জুলুম নির্যাতন" হিসেবে বর্ণনা করেন এবং দেশের সকল ধর্ম, বর্ণ, গোত্র ও জাতির সমান অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নেতা মাওঃ আঃ মান্নান, মাওঃ আঃ জোব্বার, ডাঃ সাইদুর রহমান, সাইফুল ইসলাম, আব্দুর রশিদ মাষ্টার, হাকিমপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সবিরুল ইসলাম, শিবির নেতা খালিদ আবিদ, উপজেলা যুব সংগঠনের আহবায়ক আব্দুর রাজ্জাক, শাহিনুর ইসলাম শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।