ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে কোটা আন্দোলনকারীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ২২:৪৭

শেয়ার করুনঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে কোটা আন্দোলনকারীরা

পুলিশী বাঁধা উপেক্ষা করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছে কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে করে এ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় তারা অবরোধ করেন। এসময় বিভিন্ন স্লোগান দিয়ে কোটা বাতিলের দাবি করেছেন শিক্ষার্থীরা। এর ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আড়াইটার দিকে মহাসড়ক থেকে শিক্ষার্থীরা সরে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

এরআগে দুপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন বাসস্ট্যান্ডে পৌঁছালে পুলিশ বাঁধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু শিক্ষার্থীরা পুলিশের বাঁধা উপেক্ষা করে মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেয়।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

জানা গেছে, বেলা ১১টার দিকে জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী টাঙ্গাইল নিরালা মোড়ে অবস্থান নেয়। এসময় কোটা বিরোধী সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে নিরালা মোড়ের দিকে যাওয়ার সময় হামলা ও ধাওয়া করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেয় জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান। এসময় ছাত্রলীগের হামলায় ৩ জন শিক্ষার্থী আহত হন। পরে সাধারণ শিক্ষার্থীদের একটি গ্রুপ টাঙ্গাইল পৌর উদ্যোনে একত্রিত হয়। পরে সেখান থেকে তারা টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও এমএম আলী সরকারি কলেজের কয়েকশ' শিক্ষার্থী মিছিল নিয়ে শহরে প্রবেশ করে। কোটা আন্দোলনকারীরা মিছিল নিয়ে শহরে প্রবেশ করছে এমন খবরে নিরালা মোড়ে অবস্থান করা ছাত্রলীগের নেতাকর্মীরা ভয়ে সেখান থেকে চলে যায়।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

ক্ষমতায় এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে অগ্রাধিকার দেবে বিএনপি: মির্জা ফখরুল

ক্ষমতায় এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে অগ্রাধিকার দেবে বিএনপি: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি—জনগণের ভোটে সরকারে এলে ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাস এবং বাংলাদেশের ওপর ‘দাদাগিরি’ বন্ধে সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা চাই, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক থাকবে। ১৯৭১ সালে ভারতের সহায়তার কথা

ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচনের জন্য সবাই অপেক্ষা করছে : আমীর খসরু

ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচনের জন্য সবাই অপেক্ষা করছে : আমীর খসরু

দেশের মানুষ এখন ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “আজকে সবাই অপেক্ষা করছে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য। নির্বাচিত সরকার এলে সাংবিধানিক, অর্থনৈতিকসহ সব ধরনের সমস্যার সমাধান হবে।” শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম নগরের হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম ট্রাভেল ফোরাম আয়োজিত সেমিনারে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে

জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি—এটিএম মাসুমের হুঁশিয়ারি

জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি—এটিএম মাসুমের হুঁশিয়ারি

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। তিনি বলেছেন, “আগে গণভোট, পরে জাতীয় নির্বাচন, না হলে নির্বাচন হবে না।” শুক্রবার (১৪ নভেম্বর) সকালে নোয়াখালী পৌরবাজারে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাজার চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ

গণভোটে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: জামায়াতে ইসলামী

গণভোটে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: জামায়াতে ইসলামী

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের প্রতিক্রিয়ায় জানিয়েছে যে, জাতীয় সংসদ নির্বাচনের দিনে একইসঙ্গে গণভোট আয়োজন জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়নি। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক সংবাদ সম্মেলনে বলেন, “জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের ঘোষণা আমাদের সংকটমুক্ত, স্বচ্ছ নির্বাচনের আশা পূরণ করতে পারেনি। জনগণের আকাঙ্ক্ষা

প্রধান উপদেষ্টার ভাষণে ‘জুলাই সনদ লঙ্ঘনের’ অভিযোগ বিএনপির

প্রধান উপদেষ্টার ভাষণে ‘জুলাই সনদ লঙ্ঘনের’ অভিযোগ বিএনপির

প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, “সংবিধান সংস্কার পরিষদ একটি নতুন ধারণা, যা জুলাই সনদের আলোচনার অংশ ছিল না। ঐকমত্য কমিশনে এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি।” তিনি আরও দাবি