https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

পিরোজপুরে জেলা যুবলীগের সম্মেলন: নতুন নেতৃত্বের আশা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ০:২৯

শেয়ার করুনঃ
পিরোজপুরে জেলা যুবলীগের সম্মেলন: নতুন নেতৃত্বের আশা

পিরোজপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করেছে কেন্দ্রীয় সংগঠন। সে অনুযায়ী আগামী ১৮ মে (শনিবার) এ সম্মেলন অনুষ্ঠিত হবে। গত ২৫ মার্চ বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সম্মেলনের এ তারিখ জানানো হয়।

বর্তমান পিরোজপুর জেলা যুবলীগের কমিটি নিষ্ক্রিয় থাকায় উক্ত শাখাকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ সম্মেলনের এ তারিখ নির্ধারণ করেছেন বলে জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গঠনতন্ত্রের ১৬ ও ২১ ধারা মোতাবেক আগামী ১৮ মে শনিবার পিরোজপুর জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রদান করা হলো।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

পিরোজপুর জেলা যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকেই দলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ-উল্লাস দেখা দিয়েছে। যুবলীগের সাধারণ নেতা-কর্মীরা মনে করছেন, দুর্দিনে প্রতিকূল পরিস্থিতিতে যারা সংগঠনের হাল ধরেছেন, জেলা কমিটি নিষ্ক্রিয় থাকার পরেও যারা সংগঠনের কার্যক্রম চালিয়ে নিয়ে গেছেন, যাদের পরিচ্ছন্ন ভাবমূর্তি আছে- তাদেরই নতুন নেতৃত্বে আসা উচিত।

এ সম্পর্কিত আরও পড়ুন

 ইউনূসকে পাঁচ বছরের প্রধানমন্ত্রী চান সারজিস আলম

ইউনূসকে পাঁচ বছরের প্রধানমন্ত্রী চান সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন। শনিবার তার দেওয়া এই পোস্ট দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।   ফেসবুকে তিনি লেখেন, ড. মুহাম্মদ ইউনূস একজন স্টেটসম্যান, এবং তাকে প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। পোস্টটি অনেকেই শেয়ার ও

দেশের নেতৃত্ব ভণ্ডামিতে ভরা: হাসনাত আবদুল্লাহ

দেশের নেতৃত্ব ভণ্ডামিতে ভরা: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের লিডারশিপ ভণ্ডামিপূর্ণ এবং তারা নিজেদের কথা অনুযায়ী কাজ না করে জনগণকে ভুল পথ দেখাচ্ছে। তিনি শুক্রবার (২৮ মার্চ) দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে বলেন, বর্তমান নেতারা জনগণের জন্য যেসব নীতি তৈরি করেন, সেগুলি কখনোই নিজেদের জন্য অনুসরণ করেন

ফ্যাসিস্ট সরকার আরও এক বছর থাকলে আমাকে ঝুলিয়ে দিতো, দাবী বাবরের

ফ্যাসিস্ট সরকার আরও এক বছর থাকলে আমাকে ঝুলিয়ে দিতো, দাবী বাবরের

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ফ্যাসিস্ট সরকার যদি আরও এক বছর ক্ষমতায় থাকতো, তবে তাকে ঝুলিয়ে দেওয়া হতো। শুক্রবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশে এই মন্তব্য করেন। লুৎফুজ্জামান বাবর জানান, দেশের ফ্যাসিবাদ মুক্ত করতে ছাত্রদের অবদান ছিল অমূল্য, তবে এখানে কারো একক কৃতিত্ব দিতে তিনি অসম্মত। তার মতে, গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার দায়িত্ব

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে তিনি দেশের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। তিনি ঈদের আনন্দকে স্বাধীনতা-উত্তর আনন্দের সাথে তুলনা করে বলেন, "দেশ আজ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে, যা ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে সম্ভব হয়েছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের জুলুমের হাত থেকে মুক্ত হয়ে দেশের মানুষ স্বাধীনভাবে শ্বাস

মঙ্গল শোভাযাত্রা মুসলিম বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক: ইসলামী আন্দোলন

মঙ্গল শোভাযাত্রা মুসলিম বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক: ইসলামী আন্দোলন

বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রাকে মুসলমানদের বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, বাংলা বর্ষবরণ বাঙালির নিজস্ব ঐতিহ্যের অংশ হলেও মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে এটি ভিন্ন সংস্কৃতির সাথে মিশিয়ে ফেলা হয়েছে, যা দেশের বৃহৎ জনগোষ্ঠীর বিশ্বাসের পরিপন্থী।   তার দাবি, গ্রামবাংলায়