ক্রীড়াঙ্গনের যারা নৌকার মনোনয়ন পেলেন

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: রবিবার ২৬শে নভেম্বর ২০২৩ ০৭:০৬ অপরাহ্ন
ক্রীড়াঙ্গনের যারা নৌকার মনোনয়ন পেলেন

আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ২৯৮ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ।


রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


নৌকা মার্কা নিয়ে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেছিলেন ক্রীড়াঙ্গনের শতশত মানুষ। এবারের প্রার্থীর তালিকায় ক্রীড়াঙ্গনের বেশ কিছু পরিচিত মুখ মনোনয়ন পেয়েছেন। আবার বাদও পড়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী।


ক্রীড়াঙ্গনের যাদের ভাগ্য খুলেছে তারা হলেন :


(১) ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা (নড়াইল-২)


(২) সাকিব আল হাসান (মাগুরা-১)


(৩) সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার (মাগুরা-২)


(৪) সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের (নোয়াখালী-৫)


(৫) আবাহনী লিমিটেডের পরিচালক, বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সহ-সভাপতি শাহরিয়ার আলম (রাজশাহী-৬)


(৬) বাফুফের সিনিয়র সহ-সভাপতি, সাবেক ফুটবলার আবদুস সালাম মুর্শেদী (খুলনা-৪)


(৭) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন (কিশোরগঞ্জ-৬)।


(৮) বিসিবির সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল (কুমিল্লা-১০)


(৯) বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯)


(১০) বিসিবির সাবেক পরিচালক গোলাম দস্তগীর গাজী (নারায়ণগঞ্জ-১)


(১১) সাবেক অ্যাথলেট ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মাহবুব আরা বেগম গিনি (গাইবান্দা-২)


(১৩) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. জাহিদ আহসান রাসেল (গাজীপুর-২)


(১৪) বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ (যশোর-৩)।