প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ১:৪৭
সরাইলের আওয়ামীলীগ ঐক্যবদ্ধ হয়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের কান্ডারী। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে সুপ্রতিষ্ঠিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
বৃহস্পতিবার(১৯ অক্টোবর) বিকাল চারটার সময় উপজেলা সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে ব্রাহ্মণবাড়িয়া-২সরাইল -আশুগঞ্জ শূন্য আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো.শাহজাহান আলম সাজু। সমর্থনে সরাইল উপজেলা আওয়ামী লীগের বিশেষ কর্মীসভায়।
তিনি বলেন,মনে রাখবেন কখনো আমরা সরাইল-আশুগঞ্জ আসনের সিটটি শেখ হাসিনাকে উপহার দিতে পারিনি। ইনশাল্লাহ এবার যদি এ সিটটুকু উপহার দিতে পারি। শেখ হাসিনার কাছে আমাদের মুখ টুকু বড় হবে।তিনি আরও বলেন,বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার সৈনিক আপনারা এক্যবন্ধ হন,আওয়ামী লীগ জনগণের দল। নৌকা জনগণের মার্কা। জনগণকে সাথে নিয়েই দেশকে ঘিরে দেশী বিদেশী সব ষড়যন্ত্র রুখে দিতে হবে।এসময় তিনি বলেন, নৌকা মার্কাকে জয়ী করতে, আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এখানকার মানুষদের সম্মান দেখিয়ে নেত্রী নৌকা দিয়েছেন।আপনাদের কর্তব্য নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। এমপি বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা এখন উন্নয়নের আলো ঝলমল করে।সরাইল- আশুগঞ্জ আসনে নৌকার এমপি না থাকাই।এতদিন উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন। এবার নৌকা মার্কা ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থী সাজুকে জয়যুক্ত করেন।
সরাইল-আশুগঞ্জ এলাকা উন্নয়নের আলো ঝলমল করবে।
সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড.নাজমুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া -৩১২নারী সংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এমপি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুর (রাব্বি)সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি হাজী মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর। আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হানিফ মুন্সী, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাশেদ,জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এড.শাহানুর ইসলাম, আওয়ামী লীগ নেতা মো.জয়নাল উদ্দিন জয়, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি এড.আশরাফ উদ্দিন মনতু, সাংবাদিক এমডি জালাল মিয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.শের আলম মিয়া,এ ছাড়াও আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।