দায়িত্ব অসম্পূর্ণ রেখে রাষ্ট্রপতি হতে চাইনা: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: রবিবার ৫ই ফেব্রুয়ারি ২০২৩ ০৮:০২ অপরাহ্ন
দায়িত্ব অসম্পূর্ণ রেখে রাষ্ট্রপতি হতে চাইনা: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের রাষ্ট্রপতি হওয়ার কোনো আগ্রহ নাই। মন্ত্রী হিসেবে এখনো অনেক কাজ বাকি রয়েছে। দায়িত্ব অসম্পূর্ণ রেখে এত বড় পদে (রাষ্ট্রপতি) যাবেন না তিনি। তার নাম কেউ প্রস্তাবও করেননি বলে জানান ওবায়দুল কাদের।


রোববার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


দেশে রাষ্ট্রপতি নির্বাচনের তোড়জোড় চলছে। বিভিন্ন সময় বিভিন্ন জনের নাম উঠে আসছে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে। আগামী ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। ক্ষমতাসীন হিসেবে আগামী রাষ্ট্রপতি আওয়ামী লীগ থেকে হবে জানলেও এ নিয়ে কোনো তোড়জোড় নেই দলটির মধ্যে। তবে বিষয়টি নাকচ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কখনো তোড়জোড় হয় নাকি? তোড়জোড়ের ব্যাপার নয়, সময়মতো আমরা আমাদের প্রার্থিতা ঘোষণা করবো। এটা নিয়ম অনুযায়ী হবে। সংসদীয় দলের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। তিনিই এ বিষয়ে চিন্তাভাবনা করছেন। সময়মতো আপনারা জানবেন।


নিজের বিষয়ে আলোচনা শুনে সেতুমন্ত্রী বলেন, আমার মতামত আগেই বলে ফেলেছি। এটা বার বার বলতে ভালো লাগে না। আমার যদি প্রার্থী হওয়ার আগ্রহ থাকতো আমি প্রকাশ্যে বলতাম। এখানে হাইড অ্যান্ড সিকের কী প্রয়োজন রয়েছে। এ পদের যে যোগ্যতা দরকার, তা আমার আছে বলে মনে হয় না। আলোচনা হয়তো হয়েছে। কিন্তু আমি আগ্রহী নই বা আমাকে কেউ প্রস্তাবও করেনি। আমি নিজে কাজের মানুষ। দৌড়াদৌড়ি, ছুটাছুটি করি। তৃতীয়বার সাধারণ সম্পাদক হয়েছি, দলের অনেক কাজ আমার বাকি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়েও অনেক কাজ বাকি। দায়িত্ব অসম্পূর্ণ রেখে এত বড় পদে যাবো- ব্যক্তিগতভাবে আমার কোনো আগ্রহ নেই বলে সাফ জানিয়ে দেন।


নতুন করে কোনো কমিটমেন্ট দিতে চাই না মন্তব্য করে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজনীতিবিদ থেকে নাকি বাইরে থেকে রাষ্ট্রপতি করা হবে সেটা তো আমি এ মুহূর্তে বলতে পারছি না। এটা কয়েক দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে বলে আশ্বাস দেন এ রাজনীতিক।