ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে বিএনপি থেকে পদত্যাগের পর বহিষ্কৃত হওয়া উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার পক্ষে কাজ করলে তাদের বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পদত্যাগ করা সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। একইসঙ্গে দলের নেতাকর্মীদের ভোটকেন্দ্রে না যাওয়ারও আহ্বান জানান তিনি।
রোববার (১৫ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ হাইওয়ে রেস্টুরেন্ট হোটেল রাজমণিতে উপজেলা বিএনপি আয়োজিত এক সেমিনারে নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান সাবেক এই সংসদ সদস্য।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে নির্বাচনে বিজয়ী করার জন্য তিনজন আওয়ামী লীগ নেতার প্রার্থিতা প্রত্যাহার করিয়েছেন, এটা স্পষ্ট। বর্তমান সরকারের পক্ষে দেশের এক পার্সেন্ট জনগণের সমর্থন নেই। কিন্তু বিএনপির পাশে দেশের ১৬ কোটি মানুষ আছে। আমরা অনেক কিছু হারিয়েছি। আমাদের হারানোর কিছু নাই। এখন আমাদের ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। আগামী নির্বাচনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। যে কোনো অবৈধ নির্বাচন আমরা জান-মাল দিয়ে রক্ষা করবো।’
আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ শাজাহান সিরাজের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়, উপজেলা যুবদলের সদস্যসচিব নাসির মুন্সিসহ আরও অনেকে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।