এক মাস ১১ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বুধবার (১৮ জানুয়ারি) কারাগারের জেলার মাহবুবুল ইসলাম জামিনের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টায় তাদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।
এর আগে, ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৪৩৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়। এই সময়ের মাঝে একাধিকবার জামিন আবেদন করলেও জামিন হয়নি। অবশেষে আব্দুস সালাম ও এ্যানি মুক্ত হলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।