লালমনিরহাটের হাতীবান্ধায় জামায়াতে ইসলামী বাংলাদেশ ঝটিকা মিছিল করেছে। শনিবার সকালে ওই উপজেলার দইখাওয়া বাজারে জামায়াত নেতা ও সাবেক ইউ-পি চেয়ারম্যান হাবিবুর রহমান সাতার নেতৃত্বে প্রায় ৭/৮ শত নেতা-কর্মী এ মিছিল করেন। এ সময় পুলিশের বাঁধা পেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে জামায়াতের ৩ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, পাশ্ববর্তী কালীগঞ্জ উপজেলার সেবকদাস গ্রামের মিরু শেখের পুত্র আব্দুস সালাম (৪৫) ও সামসুল হকের পুত্র আবুল হোসেন (৪৫), গোড়ল ইউনিয়নের পোড়াবাড়ী এলাকার সরুজ আলীর পুত্র ওমর আলী (৩৮)।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।