গণসমাবেশে বরিশালে হামলায় আহত ৫ শতাধিক নেতাকর্মী, দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: রবিবার ৬ই নভেম্বর ২০২২ ০৭:০৯ অপরাহ্ন
গণসমাবেশে বরিশালে হামলায় আহত ৫ শতাধিক নেতাকর্মী, দাবি বিএনপির

৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় সম্মেলন শেষে সংবাদ সম্মেলন করেছে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।


রোববার (৬ নভেম্বর) সকালে নগরের একটি রেস্টুরেন্টে বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা জানান, সমাবেশকে কেন্দ্র করে বিভাগের বিভিন্ন জায়গায় প্রায় ৫ শতাধিক নেতাকর্মীকে বিভিন্নভাবে আহত করা হয়েছে। যারমধ্যে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এখনও বেশ কয়েকজন ভর্তি রয়েছেন, সেইসাথে বেসরকারি ক্লিনিকগুলোতে বেশ কয়েকজন নেতাকর্মী এখনও ভর্তি রয়েছেন।


 তিনি বলেন, বরিশালের গৌরনদীতে বিএনপি নেতা ইসরাক হোসেন সহ বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় মামলা ও গ্রেফতারের ঘটনা ঘটেছে।


বিএনপি নেতারা আরও জানান, সবার অংশগ্রহণে বিভাগীয় সমাবেশ সফল হয়েছে। এছাড়া সমাবেশকে কেন্দ্র করে যেসব নেতাকর্মীদের হামলা ও মিথ্যা মামলা করা হয়েছে সবকিছুর তথ্য নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।