প্রকাশ: ১৩ জুলাই ২০১৯, ৪:২২
দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দি চিকিৎসাধীন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীর শহরে সমাবেশের করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে আগামী ১৮ জুলাই বরিশাল, ২০ জুলাই চট্টগ্রাম ও ২৫ জুলাই খুলনা সমাবেশ করবে দলটি। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশের এসব তারিখ ঘোষণা করেন। এরআগে, বিকেল ৫ টা থেকে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে যুক্ত ছিলেন।
রোহিঙ্গা ইস্যুটি দেশের অর্থনীতি, স্বাধীনতার ওপর বড় রকমের চাপ সৃষ্টি করেছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, এক্ষেত্রে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। তারা রোহিঙ্গা সমস্যা সমাধান করতে পারেনি। রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার কোনও উদ্যোগ নিতে পারছে না। রোহিঙ্গা বিষয় আগামীতে সেমিনারের মাধ্যমে কূটনীতিকদের ব্রিফিং করা হবে বলেও জানান তিনি। সারাদেশে বন্যাকবলিত অঞ্চলের মানুষদের পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সম্প্রতি বৃষ্টির পানি ও ভারত থেকে আসা পানির কারণে অনেক এলাকায় ব্যানার সৃষ্টি হয়েছে। বিএনপির কেন্দ্রীয় ত্রাণ কমিটির মাধ্যমে সারাদেশে বন্যাকবলিত এলাকায় ত্রাণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।