প্রকাশ: ১২ জুলাই ২০১৯, ২১:৩০
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, আওয়ামী লীগ-বিএনপির মতো বড় দলে সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকের মত পদগুলো টাকার বিনিময়ে পদ দেয়া হয়। শুক্রবার (১২ জুলাই) ঢাকা মহানগর নাট্যমঞ্চে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় দলটির সাধারণ সম্পাদক শিরিন আখতার সভাপতিকে এ ধরনের বক্তব্য না দেয়ার বিষয়টি স্মরণ করিয়ে দেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব