প্রকাশ: ৩১ মার্চ ২০১৯, ১৬:১৩
১৫০ থেকে ১৬০ জন নেতা ইমান ও সাহস নিয়ে রাজপথে নামলে গণতান্ত্রিক আন্দোলনে জয়লাভ করা সম্ভব বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। তিনি বলেন, সিনিয়র নেতারা রাজপথে থাকলে যুবকরাও এগিয়ে আসবে। রাজধানীর তেজগাঁও এলাকায় এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব বলেন। কর্নেল অলি বলেন, ৩০ ডিসেম্বর বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। আওয়ামী লীগের তৈরি মঞ্চে বর্তমান নির্বাচন কমিশন ও প্রশাসন মিলে এই নির্বাচন করেছে। যার কারণে এখন পুলিশ দেশ চালাচ্ছে। তারা মন্ত্রী, এমপিদেরও মানছে না। এর থেকে দেশকে মুক্ত করতে হবে।
ইনিউজ ৭১/এম.আর