বিদ্যুৎ উৎপাদন বাড়লে লোডশেডিং কেন: রিজভী

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৭ই জুলাই ২০২২ ০৭:৩৭ অপরাহ্ন
বিদ্যুৎ উৎপাদন বাড়লে লোডশেডিং কেন: রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে নাকি বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা হয়েছে, তাহলে লোডশেডিং কেন?


বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রশ্ন তুলেন।


রিজভী বলেন, উন্নয়নের নামে এই সরকার লাফালাফি করলেনও এখন কোথায় তাদের বিদ্যুৎ? কোথায় দশ টাকার চাল? কোথায় ঘরে ঘরে চাকরি? আজকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি বেকার তথা কর্মহীন লোকের সংখ্যা বাংলাদেশে।


তিনি বলেন, লোডশেডিংয়ের যন্ত্রণায় মানুষ অসহায় হয়ে পড়েছে। উন্নয়নের নামে দুর্নীতি করে সরকার যে টাকা পাচার করেছেন তার কুফল মানুষ ভোগ করছে। বিদ্যুৎ খাতে জনগণের ভর্তুকির টাকা হরিলুট করা হয়েছে। বিদেশে পাচার করা হয়েছে।


পদ্মা সেতুতে ছবি তোল নিয়ে বিএনপির এই নেতা বলেন, পদ্মা সেতুর ওপর নেমে ছবি তোলার বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ছবি তোলায় কয়েকজনকে জরিমানাও করা হয়েছে। অথচ প্রধানমন্ত্রী নিজেই ছেলে ও মেয়েকে নিয়ে পদ্মা সেতুতে দাঁড়িয়ে সেলফি তুলেছেন। আসলে এক দেশে দুই আইন চলছে।