কুমিল্লার দেবীদ্বারে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচ থেকে ৭১ রাউন্ড পরিত্যক্ত গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার সুলতানপুর ইউনিয়নের বকরিকান্দি গ্রামে এই ঘটনাটি ঘটে।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, সকাল থেকে স্থানীয় এক বাসিন্দা রান্নাঘরের পাশে নতুন মাটির চুলা তৈরি করতে গিয়ে হঠাৎ একটি পলিথিন মোড়ানো বস্তু দেখতে পান। সন্দেহ হলে তিনি মাটি সরিয়ে দেখেন সাদা পলিথিনে মোড়ানো গুলিগুলো। স্থানীয়রা বিষয়টি দেবীদ্বার সেনাক্যাম্পে জানালে বিকেল সাড়ে ৩টার দিকে সেনা সদস্য ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উদ্ধার করা গুলিগুলো পুরনো ও অকেজো অবস্থায় পাওয়া গেছে। যৌথবাহিনীর ধারণা, গুলিগুলো সম্ভবত মেশিনগানের।
এ বিষয়ে দেবীদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মঈনউদ্দিন বলেন, “পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে ৭১ রাউন্ড গুলি পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং মামলার প্রস্তুতি চলছে।”
স্থানীয়রা মনে করছেন, মুক্তিযুদ্ধকালীন সময়ের অস্ত্র বা গুলির অংশ হতে পারে এটি। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।