চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, যা মোট পরীক্ষার্থীর ৪১ দশমিক ১৭ শতাংশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, এবারের পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছে ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন এবং ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন। সামগ্রিকভাবে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ।
গত বছরের তুলনায় এবারের ফলাফল কিছুটা হতাশাজনক। কারণ, গত বছর গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ এবং জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় দেড় লাখ। এবার সেই সংখ্যা নেমে এসেছে ৬৯ হাজারে।
বোর্ড সূত্র জানায়, অকৃতকার্যসহ যেসব শিক্ষার্থী ফল নিয়ে সন্দেহ বা আপত্তি রাখে, তারা ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবে। আবেদন করা যাবে আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত, অনলাইনে https://rescrutiny.eduboardresults.gov.bd
ওয়েবসাইটে।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। বিশেষজ্ঞদের মতে, পূর্ণাঙ্গ সিলেবাসে ফেরার কারণে অনেক শিক্ষার্থী পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেনি, যা ফেল হার বৃদ্ধির অন্যতম কারণ।