গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বলেছেন, কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ রাতারাতি গড়ে উঠবে না। রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের স্বভাব-চরিত্রে পরিবর্তন না এলে দেশের পুনর্গঠন অসম্ভব।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালীর চৌরাস্তায় জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত পথসভায় তিনি বলেন, “রাজনৈতিক সমঝোতা, ঐক্য এবং সম্মতির ভিত্তিতে একটি জাতীয় সরকার গঠিত হলে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে স্থিতিশীল ও উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব।”
তিনি আরও বলেন, “যদি আমাদের মধ্যে বিভাজন ও অনৈক্য থাকে, তাহলে স্বৈরাচারী শক্তি আবারও ফিরে আসবে, ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে—আমরা কেউই নিরাপদ থাকব না।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে নূর বলেন, “নির্বাচনের আকাশে কালো মেঘ ঘন হচ্ছে। সমালোচনার নামে গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে দমন করার প্রবণতা বাড়ছে, যা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।”
সভায় জেলা, উপজেলা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পথসভা শেষে রাস্তাজুড়ে জনসমাগমে সভাটি জনসভায় রূপ নেয়।