সরকারকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা উচিত : মিনু

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: রবিবার ১৫ই মে ২০২২ ০৪:৫৪ অপরাহ্ন
সরকারকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা উচিত : মিনু

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা  ও রাজশাহী সিটি কর্পোরেশন এর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, সরকার নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি করে লুটপাট করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বর্তমান সরকার ব্যর্থ। সরকারকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা উচিত।


শনিবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নওগাঁয় শহরের মুক্তির মোড় শহীদ মিনার প্রাঙ্গণে দ্রব্যমূল্যের অসহনীয় দাম বৃদ্ধি, দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


এসময় মিজানুর রহমান মিনু বলেন, গণতন্ত্রের মানষকন্যা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে শিগগিরই অবৈধ সরকারের পতনে দুর্বার আন্দোলন শুরু হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে এ আন্দোলন শেষ হবে। নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলন সফল করা হবে। কোন বুলেট-বোমায় আমরা ভয় পাইনা। 


আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে তিনি বলেন, 'বিএনপির নেতা কে, কোন নেতা প্রধানমন্ত্রী হবে সেসব নিয়ে না ভেবে নিজেদের কথা চিন্তা করুন। সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা না ছাড়লে আপনাদের ভাগ্যে শ্রীলঙ্কা-আফগানিস্তানের নেতাদের মতো করুন পরিস্থিতি হবে। তাদের মতো পালানোর পথ পাবেন না। এই আওয়ামী লীগ সরকার আর কত আমাদের মামলা ও হামলা দিয়ে আমাদের দমন -নিপীরণ করবেন। বিএনপি দমে যাওয়ার দল নয়। রাজপথে থেকে সকল ষড়যন্ত্রের জবাব দেয়া হবে।


দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মিনু বলেন, ১২বছর ধরে লড়াই সংগ্রাম করে আসছি আমরা এই ভোটবিহীন সরকারের বিরুদ্ধে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে এই খুনি সরকারের বিরুদ্ধে। যতদিন পর্যন্ত এই অবৈধ সরকার বিদায় না নিবে,ততদিন আমাদের লড়াই করে যেতে হবে জনগনকে সাথে নিয়ে। শহীদ জিয়ার হাতে গড়া সংগঠন কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনা। যার কারেনই দেশনেত্রী খালেদা জিয়াকে দেশের মানুষ নাম দিয়েছে আপোষহীন নেত্রী। সেই নেত্রীর ছায়াতলে থেকে আমরা সব সময় রাজপথে আছি এবং থাকবো।


সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেন, আপনারা শ্রীলঙ্কা দেখেছেন, আফগানিস্তান, 'পাকিস্তান দেখেছেন। সিদ্ধান্ত নিন তত্ত্বাবধায়ক সরকার দিয়ে সুষ্ঠু নির্বাচন করে ভদ্রভাবে ক্ষমতা ছাড়বেন, নাকি দেশ ছেড়ে পালাবেন। এখনো সময় আছে জনগণের চোখের ভাষা বুঝুন। দেশের গণতন্ত্র ফিরে দিন, নাহলে আপনাদের করুন দশা হবে।'


জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাংসদ শামসুল আলম প্রামানিক ও ছালেক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, নওগাঁ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সভাপতি নজমুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হক, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মামুনুর রহমান, আমিনুল ইসলাম, শেখ রেজাউল ইসলাম ও শফিউল আজম, মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম প্রমুখ। সমাবেশে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।