হাকিমপুরে ইউনিয়ন আ.লীগের যৌথসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: শুক্রবার ১৭ই সেপ্টেম্বর ২০২১ ১০:০৫ অপরাহ্ন
হাকিমপুরে ইউনিয়ন আ.লীগের যৌথসভা অনুষ্ঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন এর সময় ঘনিয়ে আসায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা আওয়ামীলীগ তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম শক্তিশালী করতে প্রতিটি ওয়ার্ডে যৌথসভার সিদ্ধান্ত গ্রহণ করেছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায়  উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে ওয়ার্ড  আওয়ামীলীগের সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে অত্র ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়াডের্র যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।


সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সদরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন, বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাসেল খান,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাকির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাউসার রহমানসহ  সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


সভায় আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলমত নির্বিশেষে, সকল দিধা দন্দ ভূলে গিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করা এবং জামাত বিএনপির মিথ্যা অপপ্রচার বন্ধ করতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।