প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ১৬:২১
ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে উকিল মৃধা নামের এক আওয়ামীলীগ কর্মীর মৃত্যু হয়েছে।
রবিবার রাত ১০টার দিকে দামুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামেরই বাসিন্দা।
শৈলকুপা স্বাস্থ কমপ্লেক্সের চিকিৎসক জানান, মাথায় ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
শৈলকুপায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের পরিবার এখনো পর্যন্ত থানায় অভিযোগ করেনি তবে দামুকদিয়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।