https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কতটুকু ভোটে নির্বাচিত হয়েছেন তাপসকে উদ্দেশ করে সাঈদ খোকন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২১, ১৯:৫০

শেয়ার করুনঃ
কতটুকু ভোটে নির্বাচিত হয়েছেন তাপসকে উদ্দেশ করে সাঈদ খোকন

দুর্নীতি দমন কমিশনের করা মামলায় আদালতের আদেশে নিজের এবং পরিবারের আটটি অ্যাকাউন্ট জব্দ করার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে দুষলেন সাবেক মেয়র সাঈদ খোকন।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সাঈদ খোকন। তিনি বলেন, ‘নিজের সীমাহীন ব্যর্থতা ঢাকতে সীমাহীন বিদ্বেষ ও হয়রানিমূলক আচরণ করছে তাপস। দুদকের এই কর্মকাণ্ড তাপসের প্ররোচনায় সংঘটিত হয়েছে।’আইনি মোকাবিলার পাশাপাশি প্রয়োজনে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন করা হবে বলে জানান সাঈদ খোকন। একই সঙ্গে দুদক তদন্ত করলে তাঁর এবং তাঁর পরিবারের কোনো আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

তাপসকে উদ্দেশ করে সাঈদ খোকন বলেন, কতটুকু ভোটে নির্বাচিত হয়েছেন এই শহরের মানুষ জানে। ঢাকার মরা লাশের ওপর পর্যন্ত ট্যাক্স বসিয়ে দিয়েছেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সংবাদ সম্মেলনটি মেয়র তাপস, আদালত নাকি দুদকের বিরুদ্ধে এমন প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন এটি শুধুমাত্র সাংবাদিকদের উদ্দেশে তাঁর প্রতিক্রিয়া।

গতকাল সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবসহ তাঁর মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা আলম ও বোন শাহানা হানিফের আটটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবসহ তাঁর পরিবারের অন্য সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করার আবেদন করে দুদক। শুনানি নিয়ে আদালত ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন।জব্দ হওয়া আট ব্যাংক হিসাবের মধ্যে সাঈদ খোকনের ব্যবসাপ্রতিষ্ঠানের তিনটি হিসাব, তাঁর মায়ের একটি, বোনের দুটি ও স্ত্রীর দুটি রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

নির্বাচনী রোডম্যাপ অস্পষ্ট,বিভ্রান্তি তৈরি হচ্ছে:মির্জা ফখরুল

নির্বাচনী রোডম্যাপ অস্পষ্ট,বিভ্রান্তি তৈরি হচ্ছে:মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া নির্বাচনী রোডম্যাপকে অস্পষ্ট আখ্যায়িত করেছেন। বুধবার স্বাধীনতা দিবসে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ মনোভাব প্রকাশ করেন। ফখরুল বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে সময়সীমা উল্লেখ করা হয়েছে, তা কোন স্পষ্ট রোডম্যাপ নয়।   তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে দাবি করে আসছে

সংস্কার ও বিচার ছাড়া ক্ষমতায় বসানো হলে জনগণ মানবে না-নাহিদ ইসলাম

সংস্কার ও বিচার ছাড়া ক্ষমতায় বসানো হলে জনগণ মানবে না-নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করে দিয়েছেন, সংস্কার ও বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় আনার চেষ্টা জনগণ মানবে না। তিনি বলেন, এমন পরিস্থিতিতে এনসিপি প্রতিবাদে সামনে থাকবে। বুধবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা তুলে ধরেন।  নাহিদ ইসলামের বক্তব্যে উঠে আসে, আগামী দিনে যেন আর রক্তপাত না হয়।

আওয়ামী লিগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন

আওয়ামী লিগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন

আওয়ামী লিগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা পড়েছে। গতকাল (সোমবার ২৪ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর নিবন্ধন আবেদনপত্র জমা দিয়েছেন উজ্জল রায় নামের এক ব্যক্তি।  ঘটনা নিশ্চিত করে আজ (মঙ্গলবার, ১৫ মার্চ) ইসির অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে এর বিধিমালা বিবেচনায় সিদ্ধান্ত নেয়া হবে। জানা গেছে, উজ্জল রায় নামে

স্বাধীনতার ৫৩ বছরেও মানুষ সুফল পায়নি: তারেক রহমান

স্বাধীনতার ৫৩ বছরেও মানুষ সুফল পায়নি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বাধীনতার ৫৩ বছর পরও বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।   তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল শোষণমুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সংগ্রাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই লক্ষ্য আজও পূরণ হয়নি। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল মুক্তিযোদ্ধা ও শহীদের প্রতি গভীর

"আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে, আর সুবিধা দেওয়া যাবে না: মির্জা ফখরুল"

"আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে, আর সুবিধা দেওয়া যাবে না: মির্জা ফখরুল"

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের গণতন্ত্রবিরোধী অবস্থানের তীব্র সমালোচনা করেছেন। মঙ্গলবার রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, ১৯৭২-৭৫ সময়কালে বাকশাল গঠনের মাধ্যমে আওয়ামী লীগ প্রথমবারের মতো গণতন্ত্রকে হত্যা করেছিল।   ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন, "আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র ধ্বংসের ইতিহাস। তারা বারবার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তাই আমরা আর কখনোই আওয়ামী