হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন আর শ্বাসকষ্ট নেই, অক্সিজেন স্যাচুরেশন ভালো বলেও জানান তিনি।
তবে কোভিড পরবর্তী জটিলতা এখনো আছে বলে জানান ফখরুল। এটাই উদ্বেগের বিষয়। এখনও হার্ট এবং কিডনিতে কিছু সমস্যা আছে বলেও চিকিৎসকদের বরাত দিয়ে জানান তিনি।
এ অবস্থায় তার যে উন্নত চিকিৎসা প্রয়োজন তা দেশে নেই। তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেয়া জরুরি ছিল, কিন্তু সরকার সেই অনুমতি দেয়নি।
শুক্রবার (২১ মে ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদসহ অনেকে বক্তব্য রাখেন।