প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ১৫:৫৬
জামিনে মুক্তি পেয়েই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন পুরান ঢাকার আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও তার পুত্র মোহাম্মদ ইরফান সেলিম।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ধানমন্ডির ৩২ নম্বরে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এসময় ইরফান সেলিম বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার মামলা বিচারাধীন রয়েছে সুতরাং এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে, আমার প্রতি জনগণের ভালবাসা ও দোয়া রয়েছে এজন্য আমি আপনাদের মধ্যে ফিরে এসেছি।
#ইনিউজ৭১/এনএইচএস/২০২১