হেফাজত নেতা কোরবান আলী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ২০শে এপ্রিল ২০২১ ০১:০৯ অপরাহ্ন
হেফাজত নেতা কোরবান আলী গ্রেফতার

একের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হচ্ছে ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের নেতারা। এবার ঢাকা মহানগর হেফাজতের সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২০ এপ্রিল) বাসাবো থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম।


মাহবুব আলম বলেন, ২০১৩ সালে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২৬ মার্চ ও দুই দিন পর দেশের বিভিন্ন এলাকায় হেফাজত কর্মীদের তাণ্ডবের ঘটনায় পুলিশের গ্রেপ্তার অভিযান শুরু হয় ১১ এপ্রিল।

গেল রোববার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

#ইনিউজ৭১/এনএইচএস/২০২১