বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, তাড়াহুড়ো করে জাতীয় সংসদ নির্বাচন জনগণ আর মেনে নেবে না। তার দাবি, স্বৈরাচারের পতন হয়েছে এবং এখন পূর্ণাঙ্গ সংস্কার করে নির্বাচন হওয়া উচিত। বুধবার বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা জামায়াতের বার্ষিক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, "২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে বিগত স্বৈরাচার সরকার বলেছিল, 'আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেব।' ২৪ সালের নির্বাচনে আমরা দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেয়েছি এবং কথাও বলার সুযোগ পেয়েছি। তাই তাড়াহুড়ো করে নির্বাচন নয়, যতক্ষণ না পূর্ণাঙ্গ সংস্কার হয়, ততক্ষণ নির্বাচন হওয়া উচিত নয়।"
অধ্যাপক মুজিবুর রহমান তার বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, "আজকের বাংলাদেশে যুবক, নারী, পুরুষরা জীবন দিতে শিখে গেছে। যে জাতি জাগে, সে জাতি কখনো হারবে না।" তিনি আরো বলেন, "আল্লাহর আইন যতদিন চালু না হবে, ততদিন আমাদের আন্দোলন বন্ধ হবে না।"
তিনি জামায়াতে ইসলামের নেতাকর্মীদের সুশৃঙ্খল জীবন যাপনের প্রতি গুরুত্ব দিয়ে বলেন, "জামায়াতে ইসলামের কাফেলায় চলতে হলে আপনাদেরকে রাসূলের পথ অনুসরণ করে সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে। কোরআনের আইন চালু করতে প্রয়োজনে জিহাদে নামতে হবে, জেল খাটতে হবে এবং মাল কুরবানি দিতে হবে।"
এদিনের কর্মী সম্মেলনে হাজার হাজার নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওঃ আব্দুল খালেক, সাবেক জেলা আমীর সাতক্ষীরা-৩ সংসদীয় আসনে জামায়াতের এমপি প্রার্থী মোহাদ্দিস হাফেজ রবিউল বাশার, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর নুরুল হুদা, জেলা সম্পাদক মাওঃ আজিজুর রহমান, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা যুগ্ম-সম্পাদক মাহবুবুল আলম, জেলা ছাত্র শিবিরের সভাপতি ইমামুল হোসেনসহ আরও অনেকে।
এর আগে, সকাল সাড়ে ১০টায় উপজেলার ১১ ইউনিয়নের জামায়াতে ইসলামের মহিলা কর্মীদের অংশগ্রহণে মহিলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই কর্মী সম্মেলন ও বক্তব্যের মাধ্যমে জামায়াতে ইসলামের নেতারা রাজনৈতিক অঙ্গনে আরও সক্রিয় হওয়ার সংকল্প ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।