নৌকা মার্কা প্রচারণায় যুক্ত শিক্ষকদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ! বিতর্ক

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: বুধবার ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫৭ অপরাহ্ন
নৌকা মার্কা প্রচারণায় যুক্ত শিক্ষকদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ! বিতর্ক

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) চারটি আবাসিক হলে নতুন করে ১৩ জন আবাসিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তবে, এ নিয়োগ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, কারণ চারজন আবাসিক শিক্ষক এমন অভিযোগ উঠেছে, তারা ২০২৩ সালের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) ও তার পক্ষে নৌকা মার্কার প্রচারণা কমিটির সদস্য ছিলেন। এই বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে।


জানা গেছে, ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর জন্য নতুন শিক্ষকদের দায়িত্ব দেওয়া হয়। এদের মধ্যে বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ আশিক-ই-ইলাহী, শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক হিসেবে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মাদ সাকিবুল হাসান, তাপসী রাবেয়া বসরী হলের আবাসিক শিক্ষক হিসেবে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সুরাইয়া আক্তার এবং কবি সুফিয়া কামাল হলের সহকারী আবাসিক শিক্ষক হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা আফরোজ রয়েছেন।


এদের মধ্যে চারজনেই নৌকা মার্কার প্রচারণা কমিটির সদস্য ছিলেন, এবং তাদের নাম ২০২৩ সালের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা কমিটির সদস্য তালিকায় পাওয়া যায়। বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, যারা জুলাই অভ্যুত্থানকালে প্রশাসনে বসে তামাশা দেখেছিলেন, তাদের আবার পদে বসানোর বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রতিবাদ জানাচ্ছেন।


বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করলেও রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, তিনি এই বিষয়ে কিছু জানেন না এবং সর্বোচ্চ কর্তৃপক্ষের নির্দেশেই তিনি এই নোটিশ দিয়েছেন। শিক্ষার্থীরা প্রশাসন থেকে পরিষ্কার ব্যাখ্যা চেয়ে দাবি করেছেন, যাতে ভবিষ্যতে এমন বিতর্কের সৃষ্টি না হয়।