নওগাঁয় নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার, বাঁধ ভেঙে চলাচলে বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক
নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি, নওগা:
প্রকাশিত: শুক্রবার ১৮ই অক্টোবর ২০২৪ ০৬:১৬ অপরাহ্ন
নওগাঁয় নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার, বাঁধ ভেঙে চলাচলে বিপর্যয়

নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের নাগর নদীর লালপাড়া এলাকায় নিষিদ্ধ সোঁতি জাল দিয়ে মাছ ধরতে গিয়ে স্থানীয় একমাত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কাম সড়ক ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হয়ে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ প্রদান করেছেন।


জানা গেছে, গত ১১ অক্টোবর রাতে লালপাড়া গ্রামের কিছু লোকজন কোদাল দিয়ে প্রায় দেড়শ ফুট বাঁধ কাম সড়ক কেটে ফেলে। এ সময় ধর্মপুর এলাকার লোকজন বাধা দিতে গেলে তাদের উপর হামলা চালানো হয় এবং নানা ধরনের হুমকি দেয়া হয়। বাঁধ কাম সড়ক ভেঙ্গে দেয়ার ফলে ধর্মপুর ও লালপাড়া গ্রামের বাসিন্দাদের চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে তারা চরম ভোগান্তির শিকার।


স্থানীয় বাসিন্দা মাসুদ রানা ও আমানুর রহমান জানান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কাম সড়কটি তাদের একমাত্র চলাচলের রাস্তা। লালপাড়ার লোকজন সেখানে শুধুমাত্র নিষিদ্ধ সোঁতি জাল দিয়ে মাছ ধরতে এসে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। তারা জানাচ্ছেন, এলাকার বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছেনা, যা শিক্ষার উপর নেতিবাচক প্রভাব ফেলছে।


লালপাড়া গ্রামের কমিটির সভাপতি আব্দুস সাত্তার দাবি করেন, বাঁধ কাম সড়ক ভেঙ্গে দেয়া জমি পরিষ্কারের জন্য। তবে স্থানীয়দের মতে, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন।


নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মাহাবুব আলম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এলাকাবাসীরা এখন কঠোর নজরদারির জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছেন। সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ সমস্যার সমাধান হলে তারা শান্তিপূর্ণভাবে চলাচল করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।