প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৭
বিশ্ব কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হল পাকিস্তান। কাবাডির এই প্রতিযোগিতায় পাকিস্তানের জয়ের পর দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। টুইটে পাকিস্তানি কাবাডি দলের প্রশংসা করে তিনি বলেন, পাকিস্তানের কবাডি দলকে অনেক শুভেচ্ছা। ভারতকে হারিয়ে তারা আজ চ্যাম্পিয়ন।
উল্লেখ্য, নিরাপত্তার অভাবে কারণে পাকিস্তানের ক্রীড়াক্ষেত্র দীর্ঘদিন ধরেই ধাক্কা খেয়েছে। ২০০৯ সালে পাকিস্তানে সফরকারী শ্রীলঙ্কার ক্রিকেট দলের উপর জঙ্গি হামলার ঘটনার পর থেকে সেদেশে গিয়ে ক্রিকেট খেলার ক্ষেত্রে অনেক দলই সরে এসেছে। সাম্প্রতিক সময়ে অবশ্য শ্রীলঙ্কা দল টি-২০ ও টেস্ট সফর করেছে। বাংলাদেশও সম্প্রতি পাকিস্তানে গিয়ে টেস্ট সফর করেছে।