https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ভারতে দাড়ি রাখায় মুসলিম পুলিশ সদস্যকে বরখাস্ত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ১৮:১২

শেয়ার করুনঃ
ভারতে দাড়ি রাখায় মুসলিম পুলিশ সদস্যকে বরখাস্ত
ভারতে দাড়ি রাখার অপরাধে ইনতেসার আলী নামের এক মুসলিম পুলিশকর্মীকে বরখাস্ত করা হয়েছে। উত্তরপ্রদেশের বাগপত জেলার পুলিশ সুপার অভিষেক সিং তাকে বরখাস্ত করেছেন বলে ভারতীয় গণমাধ্যমগুলোতে উঠে এসেছে।বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়, বাগপতে কর্মরত এই সাব ইন্সপেক্টরকে পুলিশ সুপার নির্দেশ দেন দাড়ি কেটে ফেলার জন্য। তবে তাতে রাজি হননি তিনি। পুলিশকর্মী হিসেবে কাজ করতে হলে শিখরা ছাড়া আর কেউ দাড়ি রাখতে পারবেন না বলে নিয়ম রয়েছে। যদি দাড়ি রাখতে হয়, তবে তাকে অনুমতি নিতে হবে বলে জানিয়েছিলেন পুলিশ সুপার।

মুসলিম সাব ইনস্পেক্টর ইনতেসার আলী দাড়ি রেখে ভুল করেছেন বলে দাবি করেছে পুলিশ সুপার অভিষেক। এই অপরাধের জেরে তাকে বরখাস্ত করা হয়েছে। ইনতেসারকে দাড়ি রাখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলে জানানো হয়েছে।এই ঘটনার সমালোচনা করে প্রশ্ন তুলেছেন মুসলিম ধর্মগুরুরা। তারা পুলিশের কাজের মধ্যে ধর্মভিত্তিক বৈষম্য কেন থাকবে সেই প্রশ্ন তুলেছেন।

এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন ইত্তেহাদে ওলামা-ই-হিন্দের সভাপতি মাওলানা কোয়ারি মুস্তাফা দেহেলভি। তিনি পুলিশ সুপারের এই ধরনের কাজকে পক্ষপাতমূলক বলে সমালোচনা করেছেন এবং পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।এ বিষয়ে পুলিশ সুপার অভিষেক সিং দাবি করেছেন, নির্দেশ অমান্য করেই দাড়ি রেখেছিলেন ইনতেসার আলী। এ জন্য কোনো অনুমতি নেননি তিনি। একাধিকবার নিয়ম ভঙ্গ করার অপরাধে তাকে বরখাস্ত করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা ও মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন !

নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা ও মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন !

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের জনগণকেও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সোমবার রাতে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।  শুভেচ্ছা বার্তায় মোদি বলেন, পবিত্র রমজান শেষে ঈদুল ফিতর উপলক্ষে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ভারতের ২০ কোটি

আয়নাঘর পরিদর্শন শেষে ভারতীয় সাংবাদিক অর্ক দেব যে আফসোস করলেন !

আয়নাঘর পরিদর্শন শেষে ভারতীয় সাংবাদিক অর্ক দেব যে আফসোস করলেন !

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশি-বিদেশি সাংবাদিক ও ভুক্তভোগীদের নিয়ে ঢাকার কচুক্ষেত, উত্তরা ও আগারগাঁওয়ে অবস্থিত ডিজিএফআই ও র‍্যাবের আয়নাঘর পরিদর্শন করেন। বুধবার সকালে এই পরিদর্শনের সময় তার সঙ্গে ভারতীয় সাংবাদিকরাও ছিলেন। পরিদর্শন শেষে সাংবাদিক অর্ক দেব আয়নাঘরের একটি ইলেকট্রিক চেয়ারের ছবি পোস্ট করে জানান, এটি ‘হাই ভ্যালু’ বন্দিদের নির্যাতনের জন্য ব্যবহার করা হতো। তিনি লেখেন, ডিজিএফআইয়ের

‘জয় বাংলা’ স্লোগান আছে , থাকবো ও আমরা ধরে রাখবো - মমতা

‘জয় বাংলা’ স্লোগান আছে , থাকবো ও আমরা ধরে রাখবো - মমতা

গত ৫ আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হন। সেদিনই তিনি সামরিক হেলিকপ্টারে করে ভারত চলে যান এবং এখন পর্যন্ত সেখানেই অবস্থান করছেন। তার ভারত অবস্থান নিয়ে বিভিন্ন মহলে আলোচনা অব্যাহত রয়েছে।   শেখ হাসিনার সরকার পতনের পর ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশে আদালতে বিষয়টি ওঠার পাশাপাশি যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে বাংলায়

ভারতের মহাকুম্ভ মেলায় পদদলনে ৭ জনের মৃত্যু

ভারতের মহাকুম্ভ মেলায় পদদলনে ৭ জনের মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পদদলনের ঘটনায় অন্তত ৭ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পূণ্যার্থী জনতা গঙ্গাস্নানের উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যা থেকেই গঙ্গা নদীর তীরে ভিড় করতে থাকেন। বুধবার সূর্য ওঠার আগেই স্নান সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকায় প্রচণ্ড ভিড়ের সৃষ্টি হয়, যার মধ্যে হঠাৎ পদদলনের ঘটনা ঘটে। দুর্ঘটনার

আগুনের গুজবে ট্রেন থেকে ঝাঁপ, কাটা পড়ে ১১ জনের মৃত্যু

আগুনের গুজবে ট্রেন থেকে ঝাঁপ, কাটা পড়ে ১১ জনের মৃত্যু

ভারতের মহারাষ্ট্র রাজ্যের জলগাঁও জেলার পারধাদে স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। বুধবার বিকেলে পুষ্পক এক্সপ্রেস ট্রেনে আগুনের গুজব ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনেকে প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এসময় বিপরীত দিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেসের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।   মধ্য রেলওয়ের প্রধান মুখপাত্র স্বপ্নিল নীলা জানান,