ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ আমদানি শুরু
অবশেষে ভারত থেকে দীর্ঘ সাড়ে ৬ মাস পর বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রবিরাব (১৫ মার্চ) সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে এই পেয়াজের একটি চালান বাংলাদেশে প্রবেশ করে।উল্লেখ্য, গত বছরের ২৯ সেপ্টেম্বর বিভিন্ন অজুহাত দেখিয়ে ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল।
কিন্তু অনেক প্রতিক্ষার পর ৩ টি ট্রাকে করে মোট ৯১ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে আমদানি হয়েছে। দুটি কনসারমেন্টে এই পেঁয়াজ আমদানি হয়। যার আমদানি কারক প্রতিষ্ঠান হলো খুলনার হামিদ এন্টার প্রাইজ ও মাহি এন্ড মাহিবি এন্টারপ্রাইজ। এর মধ্যে হামিদ এন্টারপ্রাইজ ৬৩ মেট্রিক টন এবং মাহি এন্ড মাহিবি এন্টারপ্রাইজ ২৮ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে। জানা গেছে প্রতি মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে আমদানি হচ্ছে ৩০৫ ডলারে।
খুলনার হামিদ এন্টারপ্রাইজের মালিক আব্দুল হামিদ জানান, দেশে এবার প্রচুর পেঁয়াজের আবাদ হয়েছে। দাম ও অনেক কম। ছোট একটি এলসি দিয়েছি। যার বিপরীতে আজ রোববার (১৫ মার্চ) ৬৩ মেট্রিক টন পেঁয়াজ দেশে ঢুকেছে। বেনাপোল চেকপোষ্ট উদ্ভিদ সংগনিরোধ কোয়ারেন্টাইনের উপ-সহকারী কর্মকর্তা হেমন্ত কুমার ভারত থেকে ৯১ মেট্রিক টন পেঁয়াজ আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন।
ইনিউজ ৭১/ জি.হা
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।