দিল্লিতে এখনো ৭০০ জন নিখোঁজ: মমতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৪ঠা মার্চ ২০২০ ০৫:২৪ অপরাহ্ন
দিল্লিতে এখনো ৭০০ জন নিখোঁজ: মমতা

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতের দিল্লিতে সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার পর এখনো ৭০০ জন নিখোঁজ রয়েছে বলে দাবি করেছেন দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায়।  বুধবার (৪ মার্চ) রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর এলাকায় দলের কর্মীদের উদ্দেশে তিনি এমন দাবি করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।  

মমতা বলেন, "দিল্লির অবস্থা মর্মান্তিক। সেখানে লাশের স্তুপ হয়ে গেছে। অনেক মানুষ গৃহহীন হয়েছে। নর্দমা থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে। ৭০০ মানুষ এখনো নিখোঁজ রয়েছে।"

দিল্লির ঘটনাকে "গণহত্যা" উল্লেখ করে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, "এই ঘটনাকে দাঙ্গা বলে আড়াল করা হলেও, এটা প্রকৃতপক্ষে গণহত্যা। এটাকে কখনোই দাঙ্গা বলবেন না। সব স্থানে এটিকে গণহত্যা বলে প্রচারণা চালান।"

এসময় দিল্লি ও কলকাতায় ক্ষমতাসীন বিজেপির কিছু সমর্থকদের "গুলি করো" স্লোগানের সমালোচনা করেন মমতা। তিনি বলেন, "রাস্তার ওপর তারা কীভাবে 'গুলি করো' বলে চিৎকার করার সাহস পায়।" 

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি থেকে সিএএ'বিরোধীদের ওপর হামলা চালায় সিএএ'পন্থী কট্টর হিন্দুত্ববাদীরা। এর জের ধরে শুরু হয় সহিংসতা। পরদিন সেই সহিংসতা পূর্ব দিল্লিতেও ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় প্রাণ হারিয়েছে ৪৬ জন। এছাড়া শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব