প্রকাশ: ৪ ডিসেম্বর ২০১৯, ৩:৫৩
পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার পর অনেকেই ব্যঙ্গ করে ছিনতাইকারীর ছবি দিয়ে লিখেছেন, সোনার বদলে পেঁয়াজ চাওয়ার ব্যাপারে। বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে চোর তালা ভেঙে দোকানে ঢুকে কেবল পেঁয়াজ নিয়েছে। এবার একেবারে মাঠ থেকে পেঁয়াজ চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের মন্দসৌরে। জানা গেছে, প্রায় ৩০ হাজার টাকার পেঁয়াজ চুরি হয়েছে এক ব্যক্তির। সেখানকার অন্যদের জমি থেকেও পেঁয়াজ চুরি হচ্ছে।
সম্প্রতি গুজরাটের সুরাতের একটি দোকানের এক কর্মচারি জানান, প্রতিদিনের মতো পেঁয়াজের পাঁচটি বস্তা রাখা হয়েছিল। যার মধ্যে একেকটিতে ৫০ কেজি করে পেঁয়াজ রাখা ছিল। যা বর্তমানে মূল্য প্রায় ২৫ হাজার টাকা। সকাল বেলা দোকান খুলে দেখা যায়, পাঁচটি বস্তাই লুট করে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরো বলেন, রোজ হু হু করে বেড়েই চলেছে পেঁয়াজের দাম। যার জেরে এমন ঘটনা ঘটেছে। যদিও এখন পর্যন্ত পুলিশে কোনো অভিযোগ করেননি ওই দোকানের মালিক। সমস্ত শহরের ন্যায় গুজরাটেও অগ্নিমূল্য হয়ে পড়েছে পেঁয়াজ। ৯০-১০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে পেঁয়াজের দাম।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব