লালমনিরহাটের ফুলবাড়ী সীমান্তে দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বিজিবির প্রাথমিক ধারণা, তিনি নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) স্থানীয় সময় রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধীন গংগারহাট বিওপিতে এ ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্যের নাম সিপাহী মো. নাসির উদ্দিন। তার ব্যাটালিয়ন নম্বর ১১৪৬০৪।
বিজিবি সূত্রে জানা যায়, টহলের উদ্দেশে অস্ত্র নিয়ে বের হয়ে সিপাহী নাসির উদ্দিন সৈনিক লাইনের পেছনে অবস্থিত এমটি গ্যারেজের পাশে যান। সেখানে নিজের কাছে থাকা রাইফেল দিয়ে তিনি নিজ বুকে এক রাউন্ড গুলি চালান। এ সময় টহল পার্টি ফল ইন অবস্থায় ছিল।
হঠাৎ গুলির শব্দ শুনে সহকর্মীরা খোঁজাখুঁজির একপর্যায়ে এমটি গ্যারেজের পেছনে নাসির উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে বিওপির একটি কক্ষে নেওয়া হয়। তার বুকে গুলির ছিদ্র পাওয়া যায়।
এরপর তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গভীরভাবে শোক প্রকাশ করেছে।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। আত্মহত্যার পেছনে কী কারণ রয়েছে, তা অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।