ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ ঐতিহাসিক ও বহুল আলোচিত বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা শুরু করেছেন।
ভারতের সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় সকাল ১১টা) মামলার রায় পড়া শুরু হয়েছে। রায় ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ইতোমধ্যে সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, যে শহরে বাবরি মসজিদ অবস্থিত, সেই অযোধ্যায় ২০ অক্টোবর থেকে জারি রয়েছে ১৪৪ ধারা। জানা গেছে, আগামীকাল রোববার থেকে জারি হচ্ছে কারফিউ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।