
প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯, ৩:২৩

দাদাদের সাধের শহর কলকতা। কলকতা শহরকে নিয়ে গর্বের কোনও শেষ নেই বাংলা এবং বাঙালির। তবে কলকতা শুধু বাংলা এবং বাঙালির মধ্যে যে সীমাবদ্ধ নেই তা বহুদুন আগেই জেনে গেছে বিশ্বমঞ্চ।
সংস্কৃতি,সাহিত্য, পড়াশুনা,সকল বিষয়ে ছাপিয়ে যেতে পেরেছে পৃথিবীর বড় বড় শহর গুলোকে। আরও এক বাঙালি নোবেল পাওয়ার পর, নতুন ইতিহাস রচনা করেছে কলকতা শহর। ব্যাপারটা অনেকটা অবাগ হওয়ার মতোই,তবে সত্যিটা হল,গোটা বিশ্বে কলকতাই একমাত্র শহর যার ঝুলিতে রয়েছে ৬টি নোবেল ও ১টি অস্কার! বিশ্বমঞ্চে কলকতাই একমাত্র শহর যারা এই কৃতিত্ব অর্জন করেছে। কলকতা যে ৬টি নোবেল পেয়েছি তার সবকটি যে বাঙালির হাত ধরে তা কিন্তু নয়। এই ৬ জন নোবেল জয়ীর মধ্যে এমনও আছেন যিনি কলকতায় কাজ করে বা কলকতায় থেকে নোবেল জিতেছেন। অর্থাৎ যিনিই নোবেল পেয়েছেন তার সঙ্গে কলকতার যোগাযোগ রয়েছে সরাসরি। এ শহর থেকে যাঁরা ৬টি নোবেল পেয়েছেন তাঁরা হলেন, রোনাল্ড রস,রবীন্দ্রনাথ ঠাকুর, সিভি রমণ,মাদার টেরেসা,অমর্ত্য সেন ও সবশেষ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কলকতার একমাত্র অস্কার জয়ী হলেন সত্যজিত রায়।
