বাংলাদশে জলসীমায় অবধৈভাবে প্রবশে করে মাছ শিকরের অভযিোগে ১৫ ভারতীয় আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার ২রা অক্টোবর ২০১৯ ০৭:৩০ অপরাহ্ন
বাংলাদশে জলসীমায় অবধৈভাবে প্রবশে করে মাছ শিকরের অভযিোগে ১৫ ভারতীয় আটক

বাংলাদশে জলসীমায় অবধৈভাবে প্রবশে করে মাছ শকিাররে অভযিোগে ১৫ ভারতীয় আটক

বাংলাদশেে অবধৈভাবে প্রবশে করে মাছ শকিাররে অভযিোগে ট্রলার ও মাছসহ ১৫ জন ভারতীয় জলেে আটক করছেে নীেবাহনিী। গত ৩০ সপ্টেম্বের বকিলে তনিটায় মংলা বন্দররে ৯০ নটক্যিাল মাইল দূরে বঙ্গপোসাগররে ফওেয়ারওয়ে বয়া এলাকা থকেে নীেবাহনিীর নয়িমতি টহলরত জাহাজ বএিনএস নশিান ভারতীয় ১৫ জন জলেসেহ ট্রলার আটক করেন।

এই ঘটনায় নীেবাহনিীর পটেি অফসিার মো: আবুল মঞ্জুর বাদী হয়ে আটককৃত জলেদেরে বরিুদ্ধে সামুদ্রকি মৎস্য অধ্যাদশেরে ২২ ধারায় মংলা থানায় একটি মামলা করছেনে।মঙ্গলবার রাতে আটককৃত জলেদেরে বাগরেহাটরে মংলা থানায় হস্তান্তর করে নীেবাহনিী। বুধবার দুপুরে তাদরে আদালতরে মাধ্যমে জলেে পাঠানো হবে। আটককৃত জলেরো হলনে , ভলোনাথ দাস (৬০),মন্টিু দাস (২৫),বাবুল সরকার (৪২),উত্তম দাশ (২৬), করিন দাস (৬৫), রাজসে দাস (৩৩), র্কাত্তকি দাস (৪৫), আনন্দ দাস (৫০), নপোল দাস (২৬), বাসুদবে দাস (৩০), সূয্য দাস (২৬) উত্তম দাস (৫১), সোনারাম দাশ (৫১),বমিল দাস (৪৮),এবং পল্টিন দাস (২৩)। এদরে ভারতরে পশ্চমি বঙ্গরে উত্তর চব্বশি পরগনা জলোর কাঁকদ্বপি উপজলোর বভিন্নি গ্রামরে।

মংলা থানার পরর্দিশক (তদন্ত) তুহনি মন্ডল জানান, বাংলাদশে সীমানায় ঢুকে মাছ শকিাররে অপরাধে বঙ্গপোসাগররে ফওেয়ারওয়ে বয়া এলাকা থকেে  মঙ্গলবার রাতে নীেবাহনিী ১৫ ভারতীয় জলেকেে আটক করে মংলা থানায় সোর্পদ করে। এসময় ভারতীয় ফশিং ট্রলার এফবি মা লক্ষ্মী’ জব্দ করা হয়। বাগরেহাট আদালতরে পরর্দিশক দলিপি কুমার সরকার বলনে বঙ্গপোসাগররে অবধৈভাবে বাংলাদশে জলশীমায় অনুপ্রবশে করে মাছ শকিারে অভযিোগে এফবি মা লক্ষ্মী নামরে একটি ফশিং ট্রলারসহ মোট ১৫ জন ভারতীয় জলেকেে আটক করেন। আটককৃত জলেদেরে মংলা থানায় হস্তান্তর করা হয়। এবং  এই ভারতীয় জলেদেরেকেে আদালতরে মাধ্যমে কারাগারে পাঠানো হব।