
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৭

ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদী গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ৬৯ বছরে পা দিয়েছেন। যা নিয়ে তার ভক্ত সমর্থকদের মধ্যে উৎসাহের কোনো কমতি ছিল না। নিজেকে একজন হিন্দু জাতীয়তাবাদী হিসেবে দাবী করা এই রাজনৈতিকের জন্মদিনে ৭ হাজার কেজি ওজনের প্রায় ৭০০ ফুট লম্বা কেক কেটে দিবসটি উদযাপন করেন সমর্থকরা।
তাছাড়া পুষ্টিহীনতায় ভোগা দেশটির ৩৭০টির অধিক স্কুলের ১২ হাজার আদিবাসী শিশু শিক্ষার্থীর মাঝে খাবারের প্যাকেট বিতরণ কর্মসূচিও পালন করা হয়। একই সঙ্গে বারানসির সংকট মোচন মন্দিরে ভগবান হনুমানকে প্রায় ১.২৫ কেজি ওজনের একটি স্বর্ণের মুকুট উপহার দেন ভক্ত অরবিন্দ সিং। প্রধানমন্ত্রীর জন্মদিনের মাত্র একদিন আগে গত সোমবার (১৬ সেপ্টেম্বর) মন্দিরে সোনার মুকুটটি উৎসর্গ করে নিজের প্রতিশ্রুতি রক্ষা করেছেন বলে জানান অরবিন্দ সিং। কেননা অনেক আগেই তিনি টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে তিনি ভগবান হনুমানের কাছে সোনার মুকুট দেওয়ার ব্রত গ্রহণ করেছিলেন।
