
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৬

শুধু দুধ নয়, গো-মূত্র ও গোবরও বাণিজ্যকরণ করতে তরুণ প্রজন্মকে আর্থিক সহায়তা দেবে ভারত সরকার। এমনটাই জানিয়েছেন গরু বিষয়ক রাষ্ট্রীয় কমিশনের চেয়ারম্যান বল্লভ খাতিরিয়া। জি নিউজ জানায়, স্টার্ট আপ ইন্ডিয়ার আওতায় যারা গো-সংক্রান্ত পণ্যের ব্যবসা করবেন, তাদের প্রাথমিক মূলধনের ৬০ শতাংশ সহায়তা করবে সরকার। গান্ধীনগরে এন্টারপ্রেনরশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অব ইন্ডিয়ার একটি অনুষ্ঠানে বক্তৃতায় এ কথা বলেন বল্লভ খাতিরিয়া।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব