
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫

প্রত্যেক অবৈধ অনুপ্রবেশকারীকে ভারত থেকে তাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের গুয়াহাটিতে উত্তর-পূর্ব রাজ্যের মূখ্যমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। গেল ৩১শে আগস্ট আসামের নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। নাগরিকপঞ্জির তালিক থেকে বাদ পড়ে ১৯ লাখের বেশি মানুষ। এর আগে, এ বিষয়ে সরাসরি কিছু না বললেও এবারই প্রথম মুখ খুললেন অমিত শাহ।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে অনেকেই বিভিন্নরকম প্রশ্ন তুলছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, ভারত সরকার একজন অবৈধ অনুপ্রবেশকারীকেও এদেশে থাকতে দেবে না। এটা আমাদের প্রতিশ্রুতি।‘ এছাড়া অবৈধ অভিবাসীদের ভারতে থাকার কোনো জায়গা নেই বলেও উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সঠিক সময়ের মধ্যেই আসামের নাগরিকপঞ্জির যাবতীয় কাজ শেষ হবে।‘
ইনিউজ ৭১/এম.আর
