ভারতের উত্তর প্রদেশের আগ্রায় একটি যাত্রীবাহি বাস খাদে পড়ে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। সোমবার (৮ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। উত্তর প্রদেশ পুলিশ জানিয়েছে, ৪৬ জন যাত্রী নিয়ে বাসটি লখনউ থেকে দিল্লি যাওয়ার পথে আগ্রার যমুনা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে ২৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৬ জন।
আহত যাত্রীদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার কথা জানিয়েছে রাজ্য পুলিশ। এখনও উদ্ধারকাজ চলছে বলেও জানানো হয়। জানা গেছে, বাসচালকের ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিং ভেঙ্গে বাসটি নিচে নর্দমায় পড়ে যায়।উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ দুর্ঘটনার খবরে সমবেদনা প্রকাশ করেছেন । তিনি নিহতদের পরিবার প্রতি পাঁচ লাখ রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।