
প্রকাশ: ২২ জুন ২০১৯, ২:৫৭

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির স্লোগান ‘জয় শ্রীরাম’ বলতে রাজি না হওয়ায় সংখ্যালঘুদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল এবার পশ্চিমবঙ্গেও। তাও খোদ কলকাতার বুকে! গত ২০ জুন, বৃহস্পতিবার দুপুরের ট্রেনে ক্যানিং থেকে শিয়ালদহে আসছিলেন কয়েকজন মুসলিম যুবক। ওইদিনই মধ্য কলকাতায় একটি হিন্দুত্ববাদী সংগঠনের কর্মসূচি ছিল। হিন্দু সংহতি নামে ওই সংগঠনের কয়েকশো কর্মী বিভিন্ন স্টেশন থেকে ট্রেনে ওঠেন। অভিযোগ, দীর্ঘক্ষণ ধরেই তাঁরা ওই যুবকদের উদ্দেশে ধর্মীয় বিদ্বেষমূলক স্লোগান দিচ্ছিলেন। ঢাকুরিয়া পেরনোর পর তাঁদের ধর্মীয় পরিচয় নিয়ে সরাসরি কটাক্ষ করা হয়। এরপর ‘জয় শ্রীরাম’ বলতে জোর করা হয়। ওই সংখ্যালঘু যুবকেরা রাজি না হওয়ায় তাঁদের উপর হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা চড়াও হন বলে অভিযোগ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব