
প্রকাশ: ২১ জুন ২০১৯, ৫:৫

২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে মহারাষ্ট্রের ১২ হাজার ২১ জন কৃষক আত্মহত্যা করেছেন বলে রাজ্যের বিধানসভাকে জানানো হয়েছে। শুক্রবার এক লিখিত প্রশ্নের জবাবে রাজ্যের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী সুবাস দেশমুখ জানিয়েছেন, জেলা পর্যায়ের বাছাই কমিটির অনুসন্ধানে দেখা গেছে আত্মহত্যা করা এসব কৃষকদের ৬ হাজার ৮৮৮ জন কৃষক সরকারি সহায়তা পাওয়ার যোগ্য ছিলেন। আত্মহত্যা করা কৃষকদের প্রায় অর্ধেক সরকারি সহায়তা পাওয়ার যোগ্য ছিলেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব