তৃতীয় লিঙ্গের মানুষদের ওপর লাঠিচার্জ করছে পুলিশ। তাদের বেধড়ক পিটুনির পর পালিয়েও রেহাই পাচ্ছেন না তারা। এমন একটি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে। ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই এর সমর্থন নিলেও নিন্দা করেছেন কিছু মানুষ।
হিজড়ারা জোরপূর্বক অর্থ আদায় করায় এমনটি করা হয়েছে বলে কিছু লোক দাবি করলেও আরেক দলের দাবি, হিজড়ারা অপরাধ করলেও এভাবে গায়ে হাত তুলতে পারে না পুলিশ। ভিডিওটি ভারতের বলে দাবি করা হলেও দেশটির ঠিক কোন অঞ্চলের ঘটনা তা জানা যায়নি। এ বিষয়ে পরবর্তীতে কোনো পদক্ষেপ নেয়া হয়েছে কিনা সেই বিষয়েও কিছু জানা যায়নি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।