এবার ‘রাম’ নাম না করায় মথুরায় আক্রান্ত ৪০ বছর বয়সি লাটভিয়ান ঈশ্বর ভক্ত। মঙ্গলবার ভোরে স্নান ঘাটে ‘রাম’ নাম করায় চাপ দেওয়া হয় ওই বিদেশীকে। তার জেরে রেগে গিয়ে ওই বিদেশী লাটভিয়ান ঈশ্বর সেবক চড় মারে চাপ সৃষ্টিকারী অপর ভক্তকে। সেই রাগে হঠাৎই অভিযুক্ত ভক্ত ওই বিদেশী ভক্তের গলায় ছুরি গেঁথে দেয় বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গেছে, লাটভিয়ান নাগরিক দেব ভাত্রা যিনি এলাকায় কৃষ্ণকান্ত নামে পরিচিত, তিনি রাধাকুন্ডের একটি ঘাটে স্নান করতে যান। সেই সময়ে ঋষি কুমার নামে ২৮ বছর বয়সি অপর ভক্ত স্নানে গিয়েছিলেন। ঋষি কৃষ্ণকান্তকে দু বার ‘রাম’ ‘রাম’ বলার জন্য চাপ দেয়। সেই সময়ে বিরক্ত হয়ে দেব ওরফে কৃষ্ণকান্ত ঋষিকে চড় মারে বলে স্থানীদের দাবি। এরপরই রাজস্থানের বাসিন্দা ঋষি রেগে ওই লাটাভিয়ান সেবকর গলায় ছুরি বসিয়ে দেয়।
জানা গেছে আক্রান্ত বিদেশী সেবক গত ২০ বছর ধরে মথুরায় বসবাস করেন। সাংবাদিকদের ঋষি জানিয়েছে, শুধু রাম নাম করতে বলেছিলেন তিনি। তার জন্য তাকে চড় মারায় সে এই পদক্ষেপ নিয়েছে। ঘটনার ঠিক ২দিন আগেই রাজস্থান থেকে মথুরা এসেছিল ঋষি। এই ঘটনায় অভিযুক্ত ঋষি কুমারের বিরুদ্ধে স্থানীয় গোবর্ধন থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত লাটভিয়ান নাগরিক। ধৃতের বিরুদ্ধে আইপিসি ৩০৭ খুনের চেষ্টার ধারায় মামলা দায়ের করা হয়েছে। আক্রান্ত বিদেশী নাগরিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।